ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ | আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২১
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাণ্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জেপি,মুক্তিযোদ্ধা সংসদ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন স্কুল – কলেজ, স্কাউট, ভান্ডারিয়া প্রেসক্লাব, ভাণ্ডারিয়া পৌরসভা. বিভিন্ন এনজিও, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাণ্ডারিয়া শহরে প্রভাত ফেরি বের করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদা পালন করা হয়।